কে যেন ছুটে এলো
পরনে তার নীল রঙের শাড়ি
দেখেছিলাম উত্তাল মিছিলের অগ্রভাগে
একটি তরুণ যুবা'র ললাটের ঘাম মুছে নিলো অসীম মায়ায়
বাঁধা দিতে চাইলে মেয়েটি মলিন কণ্ঠে বললে
অন্তত তোমার ঘামের গন্ধটা পুঁজি হয়ে থাক আমার
যদি আর নাই বেঁচে ফিরি,অতঃপর একটা দীর্ঘশ্বাস
আবার কষ্টসাধ্যে কী যেন একটা বোলতে চেয়েছিলো

থামিয়ে দিলো ছেলেটি অতঃপর-
দরাজ কণ্ঠে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলে উঠলো
আজ আমাদের সবার ভাষা ও মত অভিন্ন
আমরা লড়ছি শুধু নিজেদের জন্যে নয়
এ লড়াই মুক্তির লড়াই,জাতির মুক্তির লড়াই
যদি আর নাই বাঁচি তোমরা আন্দোলন চালিয়েই যেও
এ দাবী আমাদের সকলের ন্যায্যতার ভিত্তিতেই
এই মিছিলেই সূচিত হোক আগামী প্রজন্মের স্বপ্ন সিঁড়ি  

ত্যাজোদ্দীপ্ত যোদ্ধার রক্তলাল চোখে দুরন্ত স্বপ্ন আঁকা
কন্ঠের বলিষ্ঠতায় তীব্র হুংকার বৈষম্য না মানার

কোটা সংস্কার দাবীতে সোচ্চার ছাত্র সমাজ
উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ছড়িয়েছে পুরো দেশ
ছেলে মেয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছে আজ
বুয়েট,মেডিকেল ছাত্র সকলেই নেমে এসেছে রাজপথে
লাগাতার শ্লোগানে মুখরিত পুরো বাংলা-

              কোটা না মেধা, মেধা মেধা
              কোটা না মেধা, মেধা মেধা

ড্রিম ড্রিম ঠাস ঠাস বিকট শব্দ চারদিক
নিরস্ত্র কলম যোদ্ধারা জীবনের মায়া দিয়েছে ত্যাগ
বুক চিতিয়ে দাঁড়িয়ে রয় অসীম সাহসে
চতুর্মুখী আক্রমণ বৃষ্টির মতো পড়ছে রাবার বুলেট
টিয়ারসেল,জল-কামান আর-
রাইফেলের গুলিতে হতবিহ্বল মেধাবী ছাত্রের দল
নিরপরাধ লাখো করুণ চোখের অবাক জিজ্ঞাসা?

এ তো রাজনৈতিক কোন মিছিল নয়
এ তো সরকার হটানো কোন আন্দোলন নয়
কেন তবে নিথর হতে হলো এতো মেধাবীর প্রাণ
কতো পরিবারের স্বপ্নের হলো করুণ সমাধি
ঘরে ফেরা হলো না উচ্চ ডিগ্রি আর
ভালো একটা চাকরীর আশা নিয়ে ঘর ছাড়া অনেকের!
কেন শাসকগোষ্ঠী,প্রশাসনের বৈরীতায় খালি হলো
বাংলার দুখিনী মায়ের কোল?কেনো থেমে গেলো
চোখে চোখ রেখে অনন্তকালের স্বপ্ন এঁকে যাওয়া-
অগুণতি প্রেমিক যুগলের? কে দেবে উত্তর?

কেন এই পৈশাচিকতা? কেন বর্বরতা এমন?

১৬-০৭-২০২৪ ইং

রোজ মঙ্গলবার।