আল্লাহ ছাড়া এই অধমের
নেই'তো কেহ আর,
বিপদ আপদে চাই শুধুই
সাহায্য তোমার ।।
সুখে কিবা দুখে থাকি
দিবানিশি তোমায় ডাকি।।
মন ভরে'গো সারা বেলায়।।
প্রেমেতে তোমার……
বিপদ আপদে চাই শুধুই
সাহায্য তোমার……
ওগো দয়ার সাগর তুমি রহিম ও রহমান
গোনাগারে করো ক্ষমা তুমি যে মেহেরবান
হইনা যতই পাপীতাপী
তোমার চরণে চাই'গো মাফি।।
তিন কূলেতে তুমি ছাড়া।।
কে আছে আমার।।