মানুষেরে সদা করি মানুষের জ্ঞান,
চাহিনা করিতে কভু কারো অসম্মান।
এই গুণে হতো যদি সচেতন সবে,
বিশৃঙ্খলা অনচার থাকিতো না ভবে।
ব্যথিতো পরান যার অন্য কারো দুখে,
নিজ আহার দেয় সে ক্ষুধার্তের মুখে।
শোষণ বঞ্চনা হবে সমাজের দূর,
আমীরে প্রজায় দূর করিবে অসুর।
পিড়িতের পাশে যথা দাঁড়াবে সকলে
দৃঢ়তা বাড়িবে তবে ক্ষীণ মনোবলে।
হাসিয়া উঠিবে ব্যথী ব্যথা সব ভুলে,
নির্দ্বিধায় মিলিবে সে মনপ্রাণ খুলে।
প্রাণ ভরে মানুষেরে ভালোবেসে যেয়ো,
মায়ার টানে দেখিবে বাঁধা রবে সে-ও।