সাচ্চা মনের নাই'রে মানুষ
স্বার্থের মোহে হারায় হুঁশ,
নিজের বেলায় খেমটা নাচন
অন্য জনের গায়'রে দোষ।
কথার জালের বেজায় চমক
অন্তরে তার রয় ছোরা,
মিষ্টি হেসে ঘাড় মটকিয়ে
হাতে দেয় ফুলের তোড়া।
দুখীর বেদন নাই দ্যাখার কেউ
নিজ ভালোতে খুব নজর,
ভেতর ভেতর ক্ষতির ভাবনা
সম্মুখেতে খুব কদর।
মানুষ নামের অমানুষের
দলটা এখন ভারী খুব,
ওদের কথায় সব চলে ভাই
সবাই ভয়ে থাকে চুপ।