বানের জলে ভাসছে আমার প্রাণের শেরপুর জেলা,
কাঁদছে মানুষ লক্ষ হাজার এই কী বিধির খেলা?
মানবেতর জীবনযাপন সঙ্গী হলো যে আজ,
করুণ দৃশ্য যায়না দ্যাখা বক্ষে পড়ে গো বাজ।
শত গ্রাম আজ প্লাবিত হয় ঐ পাহাড়ি বানে,
ঘর বাড়ি সব নেয় ভাসিয়ে অতি পাষাণ প্রাণে।
মায়া হীন ঐ নিষ্ঠুর প্লাবন গ্রাসিলো সবকিছু,
তাজা প্রাণের হয় অবসান ছুটছে তবু পিছু।
মরছে মানুষ বানের জলে খাদ্যের অভাব-ও ঢের
টানা বৃষ্টি শঙ্কিত মন ঘর হারা মানুষের,
নেই পর্যাপ্ত ঔষধ পথ্য বাঁচার আশাই ক্ষীণ,
মরছে আরও শিশু কিংবা যারা জরাজীর্ণ।
মানবতার হাতখানা আজ দাওনা বাাড়িয়ে ভাই,
বাঁচার তরে একটু ওদের সহানুভূতি চাই,
বিপদ দিনে মানুষ না এলে আসবে কী অন্য,
স্মরণ রেখো মানুষ-ই কিন্তু মানুষের জন্য।