মান দিলে ভাই মান বাড়ে তাই
নাইলে যে সব হবে সমান।।
না মানা কে আনলে ডেকে-
আপন ভালেই রয় অসম্মান…

মান যদি ভাই চাও'গো পেতে
সব দুয়ারে হবেই যেতে।।
ছোট বড় কাউকে ও ভাই-
করোনা যেনো অপমান…

মান দিলে ভাই মান বাড়ে তাই
নাইলে যে সব হবে সমান…


মানতে হবে জীবন-কথা
সবার উর্ধ্বে মানবতা।।
মানুষ হয়ে মানুষ কে ভাই
করোনা যেনো অসম্মান…

মান দিলে ভাই মান বাড়ে তাই
নাইলে যে সব হবে সমান…