অক্ষি প্লাবনে ভাসিছে এ বুক মিটলোনা তবু জল তিয়াস
অভাগার ভালে দুখের লিখন থাকলো লেগেই তা বারোমাস
বলবো কাহারে মনের বেদন পাষাণ প্রাণে সে দুখ বিলায়
তারও বেদন অন্তর ছেদন নিত্য আপন মন পোড়ায়।

সখের খেয়াল বেখেয়ালে কোন্ চাতুরীর প্রাণে প্রাণ হারায়
সুখের পাখিরে ধরিতে গেলেই গহীন অতলে মুখ লুকায়।
ধরি ধরি যতো পাই না'ক তারে ছুটেছি তবুও কোন মায়ায়,
এ কোন পিরিতি হৃদয়ে একাকী আপন দহনে জ্বলিয়া যায়।

কোথা তারে পাই পথ খুঁজে যাই পাই না'ক পথের দিশা,
ভর জোছানায় আমার পৃৃথ্বীতে সহসা যেন নামে অমানিশা।
লুকোচুরির এ কোন সে খেলায় নিমগ্ন রই রাত্রি ভোর,
কে আছো বলিবে আমারে কোথায় লুকিয়ে রয়'গো সে মনচোর।