সেচ্ছায় মুখে নিয়েছি কুলুপ
গণতন্ত্রের মহামন্ত্র নিয়েছে মোড় ক্ষমতার দৌলতে
শিখে নিয়েছি সময়ের পরিক্রমায় অন্ধত্বের কৌশল
জনমের খিল দিয়েছি বিবেকের কপাটে
ক্ষমতাধরের মিথ্যাচার আর হুংকারে মানিয়েছি বেশ
ন্যায্য দাবীও দিয়েছি ছেড়ে
ন্যায়ের চাতাল ঘিরে অন্ধকারের রাজত্ব জমজমাট
বেশ্যা পাড়ার টাকার গন্ধও ছড়ায় সুরভি
অবাক হইনা কিছুতেই আর
মেনেই নিয়েছি ঘৃণিত সমাজপতির নেতৃত্ব
দায় কি শুধুই আমার,একা'র
যখন সমাজের সভ্য,সুন্দর,ভদ্র,আদর্শিক -
পরিবারের লোকেরা নোংরা লোকের জয়ধ্বনিতে ব্যস্ত
তখন ঘরে ফেরা ছাড়া কি-ই বা করার থাকে আর
কথায় কথায় শাষণের চাবুক
প্রশাসন আইন ওরাও অন্ধত্বের মুখোশে দালাল মুখী
ক্ষমতার মূলধনে প্রাচুর্যের পিছু ছুটছে অবিরত
সাধারণ শুধুই নিষ্পেষিত আর দাবার গুটি
চারদিক যেনো ঘিরে আসছে ঘনঘোর অমানিশা
কেউ ভাবেনি কথা আগামীর
শুনিনি কারোর কণ্ঠে ক্ষীণ প্রতিবাদ
শুনতেও চায়নি কথা কেউ
পারিনি কুলোতে একা
তবুও আপোষ করিনি ঘৃণায় ফিরিয়ে নিয়েছি মুখ
সবই যখন প্রতিকূলে
তাই স্বেচ্ছায় নিয়েছি কুলুপ নিজ মুখে
এটাই আমার চুড়ান্ত প্রতিবাদ
কাপুরুষ নই'তো আমি
দাঁড়িয়েছি বহুবার সত্যের সম্মুখে
আমাকে অবাক করে ভালো মানুষেরাও গিয়েছে দূরে
অন্যায় আর চক্রান্তকারীরা সঙ্ঘবদ্ধ
একার কথা কেউ শোনেনা তাই রয়েছি আজ নির্বাক!