অব্যক্ত কথাগুলো আজো মূক হয়ে রয়
বুকের পরে চাপা পাথরের ভারে বিমর্ষ জীবন অধ্যায়
অসন্তুষ প্রকাশেরও রয়েছে নানাবিধ ভীতির শঙ্কা
ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি অনাকাঙ্ক্ষিত নির্জীবতায়!
কুচক্রীর তৎপরতায় পরাস্ত বরাবরই
বারংবার খাই ধোকা বিশ্বাসী মননের সারল্যতায়
স্বার্থান্বেষী মহলের বদ নজরে ভস্ম সকলই
চিল শকুনের ন্যায় মানচিত্রটাও ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়!
রাজ্য তো নয় যেন বেশ্যালয়
যে যার মতো উন্মত্ত গোপন লিপ্সায়
কর্তারাও যেন বেশ্যার ন্যায় খুলে রাখে দোর
সান্ত্রী'রাও ব্যস্ত কামপিপাসুদের দেখভালের নিমগ্নতায়!
ভিনদেশী নিচ্ছে নিয়ত লুটে যৌবন রস
সান্ত্রী মন্ত্রীরা নির্লজ্জের মতো তাদেরই বশ,আর-
লুটেরার দল মধু পিয়ে নির্বিঘ্নে দেয় চম্পট
এই কলঙ্কের দায়টুকু শুধুই কী ধর্ষিতা কিংবা বেশ্যার?