কবি শুধুই কবি
অমরর্ত্বের নেশায় জন্মায় না কবি
নিজকে পুড়িয়ে নিয়ত আলোকিত করে ধরণীকে
কবি চায় না প্রতিদান কারো
যাচে না অনুকম্পা
দু-হাত ভরে করে দান অকাতরে
কথার ফুলঝুরিতে মোহিত করে পাষাণের মন
নিজেকে উজার করে এঁকে যায় নিখিলের ছবি
কতো কবিতা প্রেমী দ্যাখেছি
বুঁদ হয়ে পড়ে রয় কবিতার পাতায়
প্রাসাদ প্রমাদ ছেড়ে হয়েছে পথচারী কতজন
ক্ষুধায় চিবিয়েছে হাজারো বর্ণ আর অক্ষর
কেউ বা আবার কবিতার বুকে রচে বিনিদ্র বাসর
কতো ভেঙেছে জীবনে তার আশার সংসার
দারিদ্র্যের নির্মম কষা'য় ক্ষত-বিক্ষত চিরায়ত
দুর্মূল্যের বিলাসে ভাসা হয়নি কবির
তাই সহ্য করতে হয়েছে কতো নিষ্ঠুর তিরস্কার
তবুও দমেনি স্পৃহা
মিশে যায় নদী পাহাড় ঝরনা ধারায়
সবুজ শ্যামলের মায়া কু্ঞ্জে গড়ে আবাসন
তাবৎ পৃথিবীর রত্নভান্ডারে আকর্ষিত হয় না কবি মন
কবি ভাসে না কদাপি মোহ মায়ার উচ্ছ্বাসে
কবি মন তৃপ্ত শুধুই সৃষ্টি সুখের উল্লাসে
কবি নয় কোন ধর্মের অবতার
কবি নয় কোন নির্দ্দিষ্ট জাতি গোষ্ঠীর
কবি'তে নেই কোন ভেদ কালো কিংবা সাদা
কবি কেবলমাত্র কবি'ই হয়
অবক্ষয়ের যুগেও কবি করে ফেরি মানবতার
স্বপ্নের চাষা কবি
কবি আপন মনে আবাদ করে যায় ভালোবাসার