বোধের রবি ডুবলো সবি,
দুঃসাহস মোর হবো কবি।
অজ্ঞতা মোর নিজেই জানি,
মিছেই করি টানাটানি।
সাধুসঙ্গের পাই যদি সাথ,
অধম কবির খুলবে বরাত।
সেই নিমিত্তে ঘুরছি সদা'ই,
খুঁজছি যাহা পাই যদি তাই।
হতচ্ছাড়া এই রেজাউল,
ধ্যান ভেঙে সে করিছে ভুল।
হারিয়েছে পথের দিশা,
জীবনে তাই অমানিশা।
কাঁধে নিয়ে সংসার জোয়াল
হচ্ছে'গো তাই খুব বেখেয়াল,
সংসার জোয়াল বড় যে ভার,
কবি হওয়া হবে কি আর?
🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿☘️🌿
উৎসর্গ:-
আসরের সুযোগ্য কবি-
" মোহাম্মদ খায়রুল কাদির" সাহেব আমার গতকালের রুবাই এ বারাবরের মতোই মনজয়ী মন্তব্য করেছিলেন,সেই মন্তব্যে আপ্লুত হয়ে প্রতিউত্তরে এই কবিতাটি লিখেছি তাই এই কবিতাটি প্রিয় সম্মানিত কবির উদ্দেশ্যে উৎসর্গ করছি।