কবে পাবো স্বাধীনতা এমন?
হাসবে সকল জুঁই মালতি স্নিগ্ধ ভোরের আলোয়
উঠোন কোণে ডালিম ডালে দোলবে দোয়েল শিসে
বুলেট বোমার শব্দে ওদের রইবেনা আতঙ্ক কোন!
কবে পাবো রাজ পথের নিরঙ্কুশ স্বাধীনতা!
যেখানে আমি আমার কথা বোলতে পাবো ভয়হীন
অন্যায্য হলেও থাকবেনা প্রাণ-ভীতি,
চলবেনা আর একটিও গুলি কোন শাসকের নির্দেশে!
নিশ্চিত করেই পাবো কবে স্বাধীনতা এমন?
যেখানে নির্দ্বিধায় রাতের আঁধারে ভয়হীন যাবে হেঁটে-
দুলাল মিয়ার নব যৌবনা লাবন্যলতা দুলালী কিংবা
দাস পাড়ার হরিশঙ্কর দাসের তনয়া শর্বাণী…
কবে পাবো স্বাধীনতা এমন?
কে দিবে আমায় নিশ্চয়তা নির্বিঘ্নে কথা বলার
যেথায় ভিন্নমতের হয়রানি হবেনা অনাহুত,
নিশ্চয়তা চাই প্রতিবাদকারী হবেনা জুলুমের শিকার
বন্দুক নয় বন্ধু হবে প্রশাসন
আমলা কিম্বা মন্ত্রী চোখ রাঙাবেনা আর
নিষ্ঠা ভরে নিজ কর্মে থাকবে সকলেই অবিচল…
বোলতে পারো?কবে নিশ্চিত পাবো স্বাধীনতা এমন?