পুছবে কি আর আমার খবর দখিন সমীর এলে?
হাজার লোকের ভীর ঠেলে সই খুঁজবে কী আঁখি মেলে?
ছলছল ওই নয়ন গাঙের ভরবে কী দুই কূল?
ঢেউয়ে ঢেউয়ে ফোটবে কী আজ পদ্মদিঘীর ফুল?
কুসুম কাননে অলি আনমনে গুনগুন সুরে গায়,
গুঞ্জরনের মূর্ছনা আজ চির-ব্যথীরে কাঁদায়।
জল ভরা আঁখি ব্যথা ভরা মনে তাকাই সুদূর পানে,
আসবে প্রণয়ী জাগে প্রত্যাশা নিশি জাগি গানে গানে।
চঞ্চল বায়ু সুরভিত করে চিরচেনা সেই ঘ্রানে,
আসিবে কি সখী তুলিতে আবার নব-নব সুর তানে।
বাউরি মনের আকাঙ্ক্ষা যতো তোমার-ই দেয়া সুরে
গহীন রাতের ভৈরবী যে তুমি বেঁধেছো মায়ার ডোরে।
প্রিয় সে বৈশাখী চত্ত্বর আজো আছে আগের মতোন,
দেখি দূর হতে বড় ব্যথা জাগে তাই ফেলিনা চরণ।
তুমি নেই বলে বনবীথি আজো রয় পড়ে অবহেলে,
পুছবে কি আর আমার খবর দখিন সমীর এলে?