অনুনয় রাখি প্রভু চরণে তোমার,
সময় টুকুন মোরে দিও শুধিবার;
বুঝে না বুঝে করেছি ভুল বেশুমার,
তুমি বিনে পরিত্রাণ নেই যে আমার।
আদেশ নিষেধ সবি দূরে ঠেলে রেখে,
সততার বাণীগুলো রেখেছি' গো ঢেকে;
দ্বীনের নির্যাস যাহা দেখিনি'তো সেঁকে;
সরল সরণি হতে চলেছি গো বেঁকে।
ভ্রষ্টতায় মোহাচ্ছন্ন হয়ে থেকেছি আজন্ম,
দুনিয়ার প্রেমে পড়ে ভুলেছি তোমারে;
কলঙ্কিত করেছি'গো মানবের জন্ম,
ক্ষমিও প্রভু তোমার করুণা বিথারে।
পাপ পানে দয়াময় চেয়োনা'কো আর,
রহমত ভিক্ষা মাগি চরণে তোমার।