অধীনের প্রণাম নিও প্রভু
অধমের অপরাধ ক্ষমিও ওগো দয়াময়-
ভুল যদি করি কভু

বিপদ দিনের হয়ো কাণ্ডারি
কাহহার নামীয় ও রূপ দেখিওনা অধমে
অবাধ্যতা যাই করিনা কেন তোমারি চরণে লুটায়ে পড়ি