আর খোঁজ করোনা আমার
আমি সত্যিই তোমার ভালো চেয়ে এসেছি এতকাল
আমাকে ভালোবেসে যতটুকু কষ্ট পেয়েছো
তার ভার আমাকেও পুড়ায় অহর্নিশ

ইচ্ছে করেই যে দূরত্ব সৃষ্টি করেছো
তা তুমি অতি সহজেই স্বীকার করে ভালো'ই করেছো
বেশ দেরী করে হলেও বুঝাতে পেরেছো তুমি
আমার প্রতি তোমার আগ্রহটা আর জিইয়ে নেই

তুমি মুক্ত হতে পেরেছো
সম্পূর্ণরূপে নিজেকে গুছিয়ে নিয়েছো
এক আকাশ দূরত্ব সৃষ্টি করেছো আমাদের মাঝে

ভালোই করেছো তুমি
যা কিছু অপ্রয়োজনীয় তার মায়া বাড়িয়ে কী লাভ?
বলে কয়ে যে পথের দাবী ছেড়েছো অতি সোৎসাহে
জানি ফিরবে না সে পথে আর কোনদিন

নতুনের জৌলুসে আছো বড় সুখে
দীর্ঘশ্বাস চাপা পড়েছে ভোরের চাঁপা বকুলের গন্ধে
রাতের হেনা'র গন্ধে ভরে ওঠে তোমার আঙিনা

সুখে আছো জানি খুব,
আরো সুখি হও,চাই না তাহার ভাগ
শুধু এই মিনতিটুকু রেখো
থাকিনা আমি আমার মতো খুঁজো না আমায় কোনদিন