প্রতীক্ষার ক্ষণ বড় দুর্ভেদ্য অনন্ত
ছুটেছি যত দূরত্ব যেন কণ্টকাকীর্ণ হচ্ছে খুব জোর
স্বপ্নের খোঁজে চলেছি একাকি পথিক
আসেনা সময় আর মানুষের অনুকূলে
নির্ঝঞ্ঝাট স্নিগ্ধ ভোর হরিৎ সকাল দেখিনা'ক আর
কোথায় হারালো সেই শরত আকাশ
কাশবনে একঝাঁক তরুণ তরুণী আর কচিকাঁচা
রূপালি নদীর বুকে বালিহাঁস আর নামে না কদাপি
কালের গর্ভে সময় বড় অসহায়
তবু খুঁজি আম শাখে দোয়েলের শিস
স্বাধীন বাউলা গান মুক্তকণ্ঠের নিবিড় সন্ধ্যার তাপসী
যার মায়াবী সুরের মুর্ছনাতে সৃষ্টি হবে নোতুন সভ্যতা
প্রেমে আর মমতায় ভুলিবে স্বার্থের মোহ
বন্ধ হবে নিপীড়ন বৈষম্যের বিলাসিতা আর ভেদাভেদ
জানি সময় অধরা প্রতীক্ষা বড় বোকামি
তবু প্রতীক্ষা অনন্ত যদি সুসময় আসে ভালোবাসাময়
সময়ের কাছে হার মানিবে অন্যায় যত
পরষ্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে অসীম মায়ায় মানুষকে ভালোবেসে বুকেতে দিবে আশ্রয় হৃদয়ের টানে