আপনা ঢোলোক্ বাজাও একাকী
গর্ব তোমার বেশ।চালাও মহড়া যথাসাধ্য…
হায়!নিন্দে করার কেউ নেই,কারো-
খেদের নাই'ক রেশ।
খুব বাদক তুমি,শ্রোতা সেও তুমি নিজে
ভাবছো কী কখনো? কেনো এই জনশূন্যতা
ভাবো একবার,জনারণ্য কেনো আজ শ্মশান?
কেনো মানুষের ঘরে ফেরা?
নির্লজ্জতা দেখার মতো ধৈর্য্য নেই যাদের
ব্যথিত তাদের মন।ঘৃণায় দিয়াছে খিল দোরে,
চায়নি হতে ভ্রষ্টের চেলা।