কেন হলো সাধ দুখের কথা জানার?
জিজ্ঞাসিলে কেন শুকিয়ে যাওয়া বকুলের খরব
উপেক্ষিত যাতনায় ঝরে যাওয়া বকুল গন্ধ বিলাবে?
আশ্চর্য ভাবনা তোমার!

শেষ বিকেলের শেষ হাসিটা কি দুখে ফুরোলো?
কোন্ উত্তর পেলে হবে খুশি,বলবোই বা কি!জানি কি-
কেন আঁধারে বিলীন হয় অস্তরাগের রক্তিম আভা,
জানে কী তার কোন উত্তর-
ঐ দুর গগনে ভেসে বেড়ানো কুৎসিত মেঘ?

সন্ধ্যা সমীরের কাছে কেন জানতে চাওয়া?
অধরা স্বপ্নগুলো কোন্ সায়রে দিয়াছে আত্মাহুতি
কেন খুঁজো লহরীর কুন্তল ভাঁজে বেদনার অক্ষর
থাক না পড়ে অবজ্ঞা আর বঞ্চনাটুকু একান্তই আমার!

কি বিরহে ফাগুন নিমিষেই হারালো প্রফুল্লতা
কেন থেমে গেলো শিমুল তলার টিয়া পাখির মেলা
পলাশ রাঙা ভোরে কেন নামিলো শ্মশানের স্তব্ধতা
কেন জানতে চাওয়া-
শেষ রাত্রির রেলগাড়ীর হুইসিলের শব্দে আজো-  
বিচলিত হই কি না?

কেন ছুড়ো প্রশ্ন অনাহুত?
যার দাবী অতি সোৎসাহে ছেড়ে দিয়াছো একদিন
নাই বা জানলে আর ব্যথিতের বেদন, তুমি কেন?
কেউ হয়তো জানতেও পারবে না কোনদিন
কোন্ অভিমানে শুকালো নয়ন গাঙের অশ্রুবান!