মুছতে আর বাকী কেন স্মৃতিচিহ্ন?
উপড়ে ফেল আমার চক্ষুদ্বয়,ওষ্ঠের অনুভব,
আমার শরীরের গন্ধের উম্মাদনা দূর করো-
তোমার মনের আঙিনা হতে চিরতরে,
কেন আজও শীৎকার অনুভব জাগে নিবিষ্ট প্রাণে?
ভুলেই যদি যাবে কেন তবে এত ছল?
হোক না বিচ্ছিন্ন জীবনের সুতো,
এক ঝটকায় যাক না ছিঁড়ে নাটাই হতে দূর!
কেন তবে আর খুঁজা অকারণ?
বাতাসে আমার ধ্বণি,পাখিদের কণ্ঠে খোঁজ গান,
ভ্রমর কালো খোঁপায় কেনো গুঁজে রাখ নীলপদ্ম-
কেন খানিক দাঁড়াও এসে ব্রহ্মপুত্রের পার?
কেন ফিরে চাও?কেন দৃষ্টি ফেল আজো এই পারাবার?