সূর্য না ডুবতেই দেখি কত বেশ্যার নির্লজ্জ বাঁকা হাসি
কামার্ত পুরুষদের লোলুপতার দৃষ্টির উৎসুক তীক্ষ্ণতা,
অসাধু লোকের ঘৃণ্য পদভারে আজ কম্পমান ভূপৃষ্ঠ
অবৈধ উপার্জন-কারীরাই সমাজের বড় বিধানদাতা।
হায় ধরার সভ্য সমাজ হায়'রে নৈতিকতার ধুম্রজাল
অসাধু'র পিছনেই ঘুরে সভ্য মানুষ দেয় তালিয়া বেশ,
মিথ্যার আশ্রয়ে পাপ না করেও বয়ে যায় পাপের বোঝা
গোলামীর জিঞ্জির যেন পড়ছে পায় সত্যের নাই রেশ।
রাজনীতিও যেন আজ নিচ্ছিদ্র কফিনে পেরেক গাঁথা
টিবি খুলতেই দেখি টক'শোর নামে শুধুই গলাবাজি,
স্বার্থসিদ্ধির দুরভিসন্ধির চাষ চলছে মগজে অকাতরে
ক্ষমতার পূজায় জাতের বুকে ছুরি চলাতে খুব রাজি।
কোখাও নেই স্বস্তি শঙ্কিত সকলেই ভাবনা আাগামীর
একদিকে কালো থাবা আর দিকে উচ্চমূল্যের শাষন,
দুর্বলেরা অসহায় চিরকাল প্রতিবাদের কন্ঠ চির রুদ্ধ
বিপ্লবী,উচ্চপদস্থের চলে আখের গোছানোর তোষণ।
কে নেবে ভার জরাগ্রস্ত জাতি রক্ষার নেই দায় কারো
নুন ভাতের লড়াইয়ে ক্লান্ত জাতি বেশ্যার জুটেনা ভাত,
বেশ্যার দালালেরা আকাশ ছোঁয়া ইমারত গড়ে আরো
আঁধারে হাতরাই যাতনায় কাতরাই ফুরায়না কালোরাত।