ধরিয়া রাখিতে তাহারে পারিনি জীবনে!
কালের স্রোতে সে হারালো বিষাদ মননে,
যে জন ছিলে গো হৃদয়ে অধিক যতনে;
তার এ হারিয়ে যাওয়া সই বলো কেমনে।