ভাবটাই তোমার ছিল এমন যা কিছু পাও খাবলে খাবা,
কাল বিচারে মুগুর ঘাড়ে দ্যাখো এবার লাগছে কেমন;
হালাল হারাম তুলছো শিকেয় সবখানেতে বসাও থাবা,
ভাবটাই তোমার ছিল এমন যা কিছু পাও খাবলে খাবা,
ভুলেই ছিলে সব নয় বাবা'ই তারও আছে বাবার বাবা,
তাঁর ইশারায় হয়'রে সকল আঁধার শেষে সুরুজ যেমন;
ভাবটাই তোমার ছিল এমন যা কিছু পাও খাবলে খাবা,
কাল বিচারে মুগুর ঘাড়ে দ্যাখো এবার লাগছে কেমন।