যুগের তালে বিদিশার যোগ তাতে যারা মজা পাও,
ভেবো না'ক এই ঘোরের রাজ চলবে ধরায় বারোমাস;
ন্যায়ের সুরুজ ওঠার পূর্বেই যা পারো তাই গিলে নাও
যুগের তালে বিদিশার যোগ তাতে যারা মজা পাও,
পড়বে যেদিন ঘূর্ণিপাকে বুঝতে পারবে কালের বাও,
সত্য ন্যায়ের রশি সেদিন হবেই হবে গলার ফাঁস;
যুগের তালে বিদিশার যোগ তাতে যারা মজা পাও,
ভেবো না'ক এই ঘোরের রাজ চলবে ধরায় বারোমাস।