ঐশী বাণী সম্মুখেতে প্রকাশিত হলে,
পাষাণ হৃদয় যার করে অস্বীকার;
মূলত স্থান তাদের কাফেরের স্থলে,
নিশ্চিত হবে পতন পাবে না সে ছাড়।
ঢেকে রাখা অভিপ্রায়ে যে মন গঠিত,
সদা অচ্ছ্যুত রয় সে বিধাতা বিরাগ;
প্রভুর নৈকট্য লভে সেই অবাঞ্ছিত,
বোধ নেই দৃষ্টি সদা প্রভুর সজাগ।
আত্মিক অহমিকার গৌরবে প্রতুল,
আপন ইলা'তে যার নেই ভীতি প্রাণে;
নিন্দিত হবে সে জনা নেই কোন ভুল,
ধর্ম বাণী যার কাছে নেই কোন মানে।
সত্য যবে উন্মোচিত করোনা আড়াল
আখেরে কাফের রবে বেগতিক হাল।