জল শূন্যতায় কাঁদে ইছামতি নদী,
চারিধার শুষ্কতার যেনো প্রতিচ্ছবি;
নির্বাক তাকিয়ে রয় হতবাক কবি;
সতত যাতনা হৃদে বহে নিরবধি।
কলকল ধ্বনি তার নাই ওঠে আর,
নিদারুণ আর্তি ঝরে বিরহ ব্যথায়;
কোন অভিশাপে খরা ভাবে হতাশায়;
বিরহ মুর্ছনা বুকে শুধু হাহাকার।
জল নাই তপ্ত তাই পুড়ে খাক বুক
দহন জ্বলায় দগ্ধ হৃদয় হুতাশ;
তবু নদী প্লাবনের করে অভিলাষ ;
ভুলিতে চায়'গো সদা জনমের শোক।
আশায় আশায় তবু কাটে দিনমান
তৃষিত নদীর বুকে যদি আসে বান।