হেরিয়া কীর্তি তোমার এই অধমের সুখিত নয়ন,
জনম আমার ধন্য ওগো প্রেমময় পেয়ে তব নিদর্শন।
ফসলের মাঠ আর নদী ভরা জল ফুল ফল অগুণতি,
সৃজিলে শোভা বীথিকা কল্যাণের হেতু ওগো জগতের পতি
বিমল প্রভাতে নিতি মাখিয়া নির্মল বায়ু তাকিয়ে আকাশে
পথিক পাগলে স্বপ্ন রচে ধূলিকণা আর কঁচি দূর্বাঘাসে
পুলকিত হই ভেবে কেমনে ফুটিছে ফুল যাহা ছিল কলি
তারি বুকে মধু পিয়ে সুখেতে হারায় পিপাসিত অলি।
ক্লান্ত তপ্ত জগতেরে শীতল করিতে প্রভু দিয়াছো রজনী
তারি বক্ষ কে বিদীর্ণ করিয়া নিজ কৃপায় উঠাও দিনমণি
চন্দ্র তারা চলিতেছে এক হুকুমেতে যতো টুকু অনুমত,
কে জানে ধরণী কেন ঐ চাঁদের হাসির এতো অনুরত?
দেখি যতো সৃষ্টি তব বাড়ে তৃষা অবিরত ভরে না'কো মন,
জনম আমার ধন্য ওগো প্রেমময় পেয়ে তব নিদর্শন।