ন্যায়ের উচ্চকিত কণ্ঠস্বর আজ ম্রিয়মাণ
কুচক্রীর কালো হাতে মুঠোবন্দি ন্যায়ের ধ্বজা
নিষ্পেষিত জনতার আহাজারি শাসকের রোষানলে
ক্ষমতালোভী দুৰ্বৃত্তের লালসার বলি মুক্তিকামী!

হায় বিপ্লবী! এ কি রূপ দেখি হালের
অনাচারে আর উচ্চকিত হয়না কারো কণ্ঠধ্বনি
শাষকের পদতলে স্বতঃস্ফূর্ত বিবেক বিসর্জন
জ্ঞানীগুণীর মনুষ্যত্বে লেগেছে জনম খিল!

ঘরবন্দী আজ নৈতিকতা
শৌর্যের হুংকার চোখে পড়েনা আর গ্রাম কিম্বা শহরে
মিউমিউ করে বেঁচে থাকাটাই যেনো গর্বের
আশ্চর্য পালটে যাওয়া বিবেকবোধ!

মাদক কারবারির দখলে যুব সমাজ
হেরোইন ইয়াবা পৌঁছে গেছে প্রতিটি অঞ্চলে
প্রতিটি মহল্লায় অলিতে-গলিতে,আর-
নিখুঁত কৌশলে উঠতি বয়সীদের করেছে করায়ত্ত
নেই ব্যবধান উঁচুতে-নিচুতে,যায় না কিছু বলা!

ওরাই আবার দণ্ডমুণ্ডের কর্তা
ওরাই যে এখন সমাজ প্রণয়নকারী নব্য চাষা
আলোকধারা বিষের কাঁটা অন্ধকারে রাজত্ব বেশ
ওদেরই করালগ্রাসে জনজীবনের নাই'যে দুখের শেষ!

নষ্ট ভ্রষ্ট যতো ঠাঁই পায় সেরা আসনে
রাজনীতি আর নেতার বাজার সবই যে ওদের দখল
সর্বস্তরে তাদেই রাজত্ব চলে দুর্দান্ত প্রতাপে!

ওগো নির্বাক নিস্তেজ বিপ্লবী
আর কতো সয়ে যাওয়া
আর কতো পড়ে পড়ে মার খাওয়া?
হয় না কি লাজ এতটুকু?
চোখের সম্মুখে দুর্বলের আহাজারি কী তোমারও প্রিয়
তুমিও কী বোলবে বাজারে ঘুরে বেড়ানো ঐ-
সরসা যৌবনা ষোড়শী পাগলীর শরীর বেশ্যার?

আর কবে হবে বোধোদয় সমাজ চেতনার
দূর হবে কী এই অবক্ষয়?হবে কী এর প্রতিকার?

প্লাবন চাই
একটা বিবেকহীন,বিরামহীন,উন্মত্ত প্লাবন
চাইনা কদাপি ঐ নিস্তেজ নির্বাক বিপ্লবীর অস্তিত্ব
যাক ভেসে সব
নীতি আদর্শের নামে মিথ্যা গলাবাজি আর ভণ্ডামি
যাক ভেসে দুরাচারী আর অনিয়মের অভিলাষ
জন্ম নিক নূতন এক সুশৃঙ্খল সমাজ রাষ্ট্র
জন্ম নিক নয়া জমানার নয়া বিপ্লবী

হে নয়া বিপ্লবী আগামীর
এসো বিজয় কেতন উড়ায়ে
নিষ্পেষিত করো দুঃশাসনের দুরভিসন্ধির অভিলাষ
তোমার প্রতীক্ষায় অগণিত মজলুম নিপীড়িত জনতা…