বিভেদ পিঞ্জরে আজ বন্দী সকলেই,
স্বার্থের পেছনে ছুটে ভুলে সব প্রীতি;
হাঙ্গামা বাঁধায় তারা সব খানেতেই,
বিচ্ছিন্নতার প্রকোপে পরাভূত জাতি।
উগ্রতা লালন করে নিজ অভিলাষে,
আক্রোশের বীজ বুনে বাড়ায় দুরত্ব;
দুর্বল শঙ্কিত প্রাণে থাকে দীর্ঘশ্বাসে,
উদ্ভট চক্রের দলে করিছে রাজত্ব।
গর্হিত কার্যকলাপ পেশা মজ্জাগত,
দুর্মতির ছক কষে চালায় পেষণ;
নিপীড়ন অবিচার করে অবিরত,
ক্ষমতার অন্ধ মোহে বোধ অচেতন।
নরাধম রাখ্ জেনে আসিবে সুদিন,
শুধিতে হবে'রে তোর জমানার ঋণ।