গ্রীষ্মকাল এলো বটে রূপে যেন অন্য,
কোন্ প্রতিশোধে তার আচরণ বন্য।
খাল খালি বিল খালি তলানিতে নদী,
মেঘ রাজ পোক্ত করে বসিয়েছে গদি।

রোদের প্রতাপ যেনো করিছে শাসন,
ভাঙেনা'ক জেদ তার হাজারো তোষণ।
তিয়াসায় ফাটে বুক গরমেতে চাঁদি,
আসিবে স্বরূপে গ্রীষ্ম আশে বুক বাঁধি।

গ্রীষ্মে জলের শূন্যতা হাহাকরে ধরা,
চৈত্রের তীব্রতা সয়ে বৈশাখেতে খরা।
কেন এ পেষণ তাহা বুঝিনাতো কিছু,
কোন শাপ নিলো আজ ধরণীর পিছু।

ঋতুর চরিত্র আজ বুঝা হলো ভারী,
জল হীন যায় তবু গ্রীষ্ম নাম তারি।