যদি কভু মনে পড়ে এই আমাকেই,
স্থির জেনো প্রিয়তমা রয়েছি পাশেই;
বাঁধিবো মায়ার ডোরে আশা বুকে এই,
পথ চেয়ে রই বসে সেই আশাতেই।

যদি কভু মনে পড়ে এই আমাকেই,
ভেবোনা'ক কোনদিন আমি পাশে নেই;
বাঁধিবো তোমার বুকে বাসা অজান্তেই,
প্রাণেতে তোমার চাই প্রেম জাগাতেই।

যদি কভু মনে পড়ে এই আমাকেই,
দেখে নিও স্মৃতিগুলো এক নিমিষেই;
জীবনের খাতা গুলো দেখো ফাঁকি নেই,
প্রশাম্তি চির কালের জেনো তোমাতেই।

যদি কভু মনে পড়ে এই আমাকেই,
জেনে নিও এই আমি আজো আছি সেই।