জন্ম থেকেই নেমেছি ময়দানে
যুদ্ধ যুদ্ধ খেলা
জীবনের সারা বেলা
অপ্রস্তুত অপরিপক্কার করুণ আর্তি
ক্ষুধার পেটের গগনবিদারী হাজারো চিৎকার
এমনি কেটেছে কতো দুঃখ নিশি
দারিদ্র্যতার নির্মম কষা'র চোখ রাঙানো অহর্নিশ
দেখেছি কতো ভরাট নদীও শুকায়
শুধু লুটেরার গোলা অমনিই থেকে যায়
কখনো উড়ে যাই কালের ফেরে
কখনো উদ্দাম ঝড়ে
হাবুডুবু নিশিদিন জীবন প্লাবনে
আবার ভাসি মহা সমুদ্রের উত্তাল তরঙ্গের পরে
তবুও খুঁজে ফিরি জোছনা মাখা রজনী
হিজল কুন্তলের ফাঁকে এক চিলতে হাসি
আশান্বিত মননে জীবনটাকে বড় বেশী ভালোবাসি
কখনো প্রিয়জনের মুখে হাসি ফুটাবার আকাঙ্ক্ষায়
কাঁটাতার ডিঙাই হাসিমুখে
হোক মরু প্রাম্তর ছুটি দৃঢ় প্রত্যয়ে
ফিরবো কি না আার খুঁজিনা তার কোন উত্তর
তবু কষ্ট বেঁধে রাখি পাষাণের অন্তর