ফেলে আসা দিন-গুলি ডাকে বারেবার,
সময় স্রোতে ভাসছি এধার-ওধার।
যতো ভাবি র'বো ভুলে অতীত যাতনা,
নিজের সাথেই করি আত্ম প্রবঞ্চনা।
ভুলে যাবো আছি ভুলে ভুলে থাকা ছল,
ভুলে থাকা মিছে ভাবা সকলি বিফল।
ভুল যতো হৃদ মাঝে উঁকি দেয় রোজ,
ভুলের ভেতর করি নিজ ভুল খোঁজ।
হারানো স্মৃতি আমায় পুড়ে অহর্নিশ,
কি ভুলে হলো যে গত বছর তিরিশ।
যায়'না কি না জানা ভুল সব ভুলা?
কাছে এসে দেখো চেয়ে হৃদ দ্বার খোলা।
ভুল ভুলে এসো ফেলে যতো অভিমান,
আজো ভালোবাসাটুকু আছে অফুরান।