জাতির খেয়ে জাতির পরে হচ্ছিস বড় জানোয়ার
উচ্চপদে আসীন হয়ে আজ জাতিকেই দিস্ ফাঁকি,
আপনা স্বার্থে জালিয়াতি জাতির ঘাড়েই তলোয়ার!
জাতির খেয়ে জাতির পরে হচ্ছিস বড় জানোয়ার,
ভাবছিস অধম বাপের টাকায় হচ্ছিস বড় অফিসার,
গুরু পেলি ধাপেধাপে তার ভাতাও তোর বাপের কী?
জাতির খেয়ে জাতির পরে হচ্ছিস বড় জানোয়ার,
উচ্চপদে আসীন হয়ে আজ জাতিকেই দিস্ ফাঁকি।