হয়তো অনেকেই বাসেনি ভালো তোমায় আর
কিন্তু তুমি ছিলে নিঃসন্দেহে সম্মাননীয়া বাংলার,
কোন সুপুরুষের রক্ত বহে ধমণীতে তোামার
বহন করিলেই শুধু বুঝলেনা কতো যে মূল্য তার!

ক্ষমতার মোহে করেছো আ্ঁতাত ভাবোনি ওরা কারা
বিশ্বাস কী যায় করা তারে পিতার হয়নি আপন যারা?

তোমারে ঘিরেছে যারা অন্ধকারেই রেখেছে আসলে
রুখেনি ঔদ্ধত্য তোমার ঢেলেছে আগুনের পর ঘি,
কুমন্ত্রণা ঢেলে জনবিচ্ছিন্ন রেখেছে নিপুণ কৌশলে
নির্বুদ্ধিতায় অথবা দম্ভে ভুলেছো জনগণের মর্ম কি!

যে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলে একদিন
তাদেরই দীর্ঘশ্বাস হয়ে শুধিলে যেনো জনমের ঋণ!

ক্ষমতার দাাপটে করেছো সকলি তোমার অধীন,
ভুলেছো জনগণই ছিলো তোমার সত্যিকারের স্বজন;
নিষ্ঠুরতম প্রদর্শনীর উন্মত্ততায় ছুটেছো শ্রান্তিহীন,
অধিক দাম্ভিকতায় হলে তাই সকলের বিরাগভাজন!