স্বপ্নগুলো আজ হতাশায় ক্লান্ত নিথর
চোখ দুটোও ঘুরে না আর বিশ্ব জয়ের তপস্যায়
তন্দ্রাচ্ছন্নতা ভর করেছে ক্লান্ত পথি'র আঁখি পাতে
হৃদয় জুড়ে বাঁধে বাসা হতাশার অসুখ!
অসীমের বুকে শকুনির পদচারণা
দ্ব্যর্থহীন অক্ষরগুলি ছটফটায় বন্দী ফটকে
সর্বত্রই লুটতরাজ আর সিণ্ডিকেটের ধুম্রজাল
নিয়মবাজির শিকার নিষ্পেষিত জনতার আর্তি
দুর্বৃত্তের পোয়াবারো অন্ধত্বের জৌলুসে…
বিচারের ভার নেই আর জনতার
বৈপ্লবিক চেতনার হুংকার আজ ম্রিয়মাণ
পৈশাচিক করাল গ্রাসে নিপতিত মনুষ্যত্বের দাবী
অয়োমলে ঢেকে গেছে সমাজ সংসার বিবেকবোধ!
প্রতিবাদের ভাষা আজ ভীত তটস্থ
গুমরিয়ে কাঁদে কতো নিরপরাধ জনতার আহাজারি
অপ্রস্তুত জীবনে অপ্রত্যাশিত ঝড়ের তাণ্ডব
ভয়ার্ত দীর্ঘ কালো রাতের গহীন আঁধারে শঙ্কিত প্রাণ
কে জানে হায়!
হবে কী মুক্তি এই দুর্গম পথের?
ফিরে পেতে চাই হেটে চলার কণ্টক মুক্ত নির্মল পথ
হবে কী এক সাথে পথ চলা?
হবে কী পূরণ এই সারল্যের পথের দাবী?
সহজে সরলে মিলে মিশে দুঃখ সুখ ভাগ করে নেয়া-
কবে পাবো মনের মুক্তি এই অন্ধত্বের দুর্বাসা হতে
আর কী পাবো না একসাথে বলতে আমরা ভালো আছি?