আজও শুনতে পাই
বাংলার আকাশে বাতাসে পত্র পল্লবে
পথে প্রান্তরে মাঠে ঘাটে
সমুদ্রে পাহাড়ে কিম্বা পাখিদের কলতানে
আজো ধ্বনিত হয় বিসর্জিত আত্মার বিজয়োল্লাস
পরিতৃপ্ত প্রফুল্লচিত্তের এক বজ্রনির্ঘোষ ধ্বনি
পেয়েছি তোমারে হে প্রিয় স্বাধীনতা।
স্বাধীনতা তুমি-
দীর্ঘ শৃঙ্খল মুক্তির কাঙ্ক্ষিত ফসল,তুমি-
বাঙালি জাতির আজন্ম বেদনার অহমের উল্লাস,
তুমি শোষক আর উৎপীড়কের হৃদ আতঙ্ক,
লাখো কোটি কৃষক শ্রমিকের তুমি সম্মিলিত হুংকার
তুমি আমার উচ্চ শির,তথা বাঙালির অহংকার …
স্বাধীনতা তুমি-
মাথা না নোয়াবার বলিষ্ঠ অঙ্গীকার
আদর্শ তুমি সারা বিশ্বের মুক্তিকামী জনতার।
স্বাধীনতা তুমি-
প্রথম সূর্যের বুকে রক্তিম আভা
ত্রিশ লক্ষ শহীদের রক্তে রাঙা ঐ পতাকার রক্তলাল
স্বাধীনতা তুমি অগুণতি প্রিয়জনের দুঃখ ভোলা হাসি
সম্ভ্রম হারানো মা বোনের স্বীকৃতি তুমি
তুমি-ই বীরাঙ্গনা জননীর আটপৌরে শাড়ীর আঁচল
স্বাধীনতা তুমি স্বামীহারা বিধবার স্বস্থির নিঃশ্বাস
তুমি সন্তান হারা নির্বাক জননীর দীর্ঘশ্বাস!
স্বাধীনতা তুমি
অবুঝ শিশুর অবাদ বিচরণের উন্মুক্ত প্রাম্তর
গ্রাম বাংলার কৃষকের অকৃত্রিম হাসির খোরাক
স্বাধীনতা তুমি শীতলক্ষ্যা,মধুমতি,ব্রহ্মপুত্রের বুকে-
ভাসতে থাকা মাঝিমাল্লার মুক্তকণ্ঠের হাঁক
হে প্রিয় স্বাধীনতা
বিস্ময় তুমি ধরিত্রীর,স্বীকৃতি তুমি বিশ্ব মানচিত্রের
তুমি আত্মার প্রশান্তি বিশ্বের প্রতিটি বাঙালির,
আমি গর্বিত আমি বাঙালি,এই বাংলার সন্তান আমি,
ধন্য জনম আমার,জন্মেছি এই বাংলায়…
তুমি মিশে আছো আমার সমস্ত হৃদয় জুড়ে
আমার অস্তিত্ব তুমি,হে প্রিয় স্বাধীনতা…