সোনার বঙ্গ ছিলো যে সোনা দিয়ে মোড়া,
বাঙালির সম্প্রীতিতে বাঁধ সাধে ওরা।
চক্রান্তের সুত্রপাত ব্রিটিশি মেধায়,
জাতিকে রপ্ত করিতে খুঁজিছে উপায়।
সুখী দেশটার লোভ অন্তরেতে পোষে
সাধারণ মানুষের ভাগ্য নেবে শুষে।
জাতির কর্ণে মন্ত্রনা ঢেলে অবিরত
ছড়ায় দ্বন্দ্ব জাতিতে সৃষ্টি করে ক্ষত।
তাদের ফাঁদে দিলো পা আপনার জ্ঞাতি,
বাঙালির পরাজয় আনে রাতারাতি।
স্বাধীন জাতির পায়ে পরিলো শৃঙ্খল,
তখন হতে বাঙালি হলো যে বিকল।
গোলামি ভাগ্য বরণ যেন চিরায়ত,
স্বাধীনতা ফিরে পেলো তবু শির নত।