স্মৃতিগুলো অহর্নিশ কাঁদে যাতনায়
অতীতের সুখ স্মৃতি হৃদে উছলায়।
হারানো হিয়ায় আজো মন পড়ে রয়,
প্রিয় জন দূরে থাকা প্রাণে নাহি সয়।
করুণ মিনতি কাঁদে বিরহ ব্যথায়,
আসেনা তো শুভক্ষণ ভুগি হতাশায়।
নির্লিপ্ততা জেঁকে রয় হৃদয়ে যাহার,
দূর্ভেদ্য পথ যে তার পাষাণ ভাঙার।
মনে পড়ে খুব করে দিয়েছিলে কথা
কেন দূরে থাক তবে শুধুই অযথা।
সুখ স্বপ্নগুলো যবে ধু-ধু বালুচর,
নিরাশার বুকে কেন তবু বাঁধি ঘর।
পাশে তুমি নেই জানি স্মৃতি ধরে বাঁচি
স্মৃতিটুকু লয়ে তবু আজো বেশ আছি।