১৭১.
চাই না সুখের ভাগ
ওই অমৃতের মোহ নাই
যেথা অভিশাপ।

১৭২.
সুগন্ধ বিলায়
আঁধারের দর্পণে সুখ
তবু ঝরে যায়।

১৭৩.
বেশ করেছো বেশ
খুঁজো না আমাকে আর
হোক তবে সব শেষ।