১৬৬.
তোমার আলগা চুল
উড়িছে ফাগুন হাওয়ায়-
প্রেমেতে মশগুল।

১৬৭.
পলাশের বনে
লালের ছড়াছড়ি বেশ
বিরহীর রঙ কই।

১৬৮
বসন্ত বিহার
শিমুল পারুল ডেকে যায়
দুঃখ ভুলে আয়।

১৬৯.
ঝুমকো কানের দুল
খায় রে দোল ফাগুন হাওয়ায়
উদাসীর প্রাণ যায়।

১৭০.
সকলের দ্বারে
সুখ বসন্তের মিষ্টি ভোর
বাঁধছে নব সুর।