১৬১.
ফাল্গুনের উত্তাপ
থামায় আচমকা বৃষ্টি-
শীতের আমেজ ফের।
১৬২.
ফাল্গুন প্রভাতে
এখনো দূর্বাঘাসে-
শিশির বিন্দুর হাট।
১৬৩.
বাউরি বাতাসে
ফের বাসন্তীর বুকে দোল-
কোয়েলিয়ার সুর।
১৬৪.
বসন্তের ছোঁয়ায়
পলাশ শিমুলের লালে-
গোপন অভিসার।
১৬৫.
ফাগুনের আগুন
লাগলো বসন্তের গায়ে-
অলিদের গুণগুণ।