১৫৭.
সংসার নিদারুণ,
বেদন দুখ সবই একার-
কে রাখে খোঁজ কার!

১৫৮.
বিনিদ্র নিশি
প্রতীক্ষা অবিরত
আজও দিন গুনি!

১৫৯.
আসবে কী সখি
মরুর এই তপ্ত তটে
তৃষ্ণায় জল হয়ে?

১৬০.
নতুন দিন গুনি
পঞ্জিকা পাল্টাই ক্ষণে
নবীন সুর শুনি।