১৫১.
অন্ধই থেকেছি
বিবেকের ঘরে তালা
আজন্মের কালা।

১৫২.

দুখী ছটফটায়
মনুষ্যত্ব ভাগাড়ে
দুর্ভোগ আহা রে!

১৫৩.
আঁধার চারিদিক
ছেয়ে আছে কালো মেঘ
দিশাহীন পথিক।

১৫৪.
সামলে চল্ মাঝি
উত্তাল ঝড় হুমকিতে নাও
জীবনটাই বাজি!

১৫৫.
তটস্থ হরিন
বাঘ সিংহের বুনো উল্লাস
বুক ফাঁটে কান্নায়।