কে ডাকে অমন কাতর স্বরে কে যেন কয়'রে কথা
হৃদয়ের আঙিনায় শুনি কার পদধ্বনি বারংবার
কেনোই বা বিষন্নতার ঘোর হৃদয়ে অপার।
কোন উদাসীন কাঁদে নিশিদিন ঝর্ণা সম অশ্রু ঝরে
সেই কাঁদন বুকের গহীনে প্রলয়ংকরী রূপে জাগে
হাবুডুবু খাই মাঝ দরিয়ায় সন্ধান পাইনি তাহার!