ঘৃনা করি তোকে আমি
মানবোনা তোর কোনই বাহানা আর
বুঝেই নিয়েছি বেশ
মিষ্টি হাসির আড়ালে যা কিছু ছলনার আবদার।
রূপের বেসাতি নিত্য যাচনা যার
থাকেনা মূল্য প্রণতি জ্ঞাপনে শুধু খুঁজে কামকলা
শরীরী ভাষার গোপন ইশারা ভ্রষ্ট মনের লিপ্সা মগ্ন সদা যৌবন জোয়ারে কামের সায়রে ডুবন্ত মন যার
তার কাছে দাম থাকে কি ভালোবাসার?
ঘৃনা করি তোকে আমি
খুব ঘৃনা করি ভালোই বাসি না তোকে একদমই না
ভালোবাসা নামে কামুকতা আর-
বেহায়াপনার আশকারা আমি মানতে পারিনি তাই
একাকিত্বের তৃপ্ততা লয়ে নির্জনে ঘর নিয়েছি গুছিয়ে
প্রতীক্ষা তাই করিনা'কো আর কার।