নদী পাড়ের মানুষ যে ভাই
নাই অধিকার মাছের,
সিণ্ডিকেটে সেও বেদখল
বললে হয় যে দোষের।
পকেট নেতা পাতি নেতার
তাদের আছে একভাগ,
আরও কত হোমড়াচোমরা
দৃষ্টি তাদের সজাগ।
তার উপরে আবদার আরো
করছে মেয়ে আড়ি,
সব'চে সেরা যাই পাবি কাল
নিয়ে আসবি বাড়ি।
কেউ যাবে ভাই মন্ত্রীর বাসায়
তার নজর নদীর মাছ,
নেতার তোষণ করতে হবেই
ঠাঁই'টি পেতে তার কাছ।
গরীব জেলে নাই'রে উপায়
সব মেটাতে হয় তার,
এধার ওধার হইলে তবেই
বোলবে নদী তুই ছাড়।
সবার শেষে দালাল চক্রের
ইজারা হয় গুনতে,
তাই সে মাছ চাইলে হবে ভাই
চড়া দামেই কিনতে।
গতর খাটা আম জনতার
নাই যে টাকার গরম,
নিজ নদীর সে মাছ দেখিলে
কষ্ট হয় তাই চরম।
গরীবের হক হয় বিনষ্ট
ধনীর বদ নজরে,
সাধ্যহীনের নাই ক্ষমতা
ওদের টুঁটি ধরে।
তাই গরীবে কয় ফরিয়াদ
আপন প্রভুর ধারে,
যাদের তরে এই ধারা আজ
সে যেনো না ছাড়ে।