নির্লজ্জতার সীমা ছাড়িয়েছো পূর্বেই
কেনো মিছে ঘোমটা'র বাহানা? জানা আছে বেশ,
মিষ্টি হাসির আড়ালে নষ্টামির কারসাজি আর
অসংযত মোহের সঙ্গমে জাতির ব্যবচ্ছেদ!
প্রতিটি গোত্রে,ধর্মে বিভেদের কূটকৌশল
ছিন্নভিন্ন মানবিকতা,দারিদ্র্যের তলানিতে পড়ে-
থাকা জনগোষ্ঠীর হাহাকারেও নির্বিকার প্রণেতার দল
শুধুই ফাঁকা বুলি সভ্যতা আর উন্নয়নের জোয়ার!