ক্ষমতার বাহাদুর,
ওরা সবে গাঁজাখোর;
নইলে কি হয় এমন?
রণাঙ্গনে দেয় সুড়সুড়।
মারে বোম ঝরে খুন
রক্তে মেটায় জলতেষ্টা;
নিজ বেলায় টনটন,চায়
শুধু মুসলিমের শেষটা।
জাতিগত আর দেশ
মুখে ওরা দেখায় বেশ,
তাদের গাঁ চনমনে
কারো সাথে নেই বিদ্বেষ।
কার বিপদ নিবে কে
বোকা নাকি খাই গাঁজা?
নিজ ভালো খুঁজে সে
দেশটা'তো নয় তার গাজা।
আপন জাতের নেই টান
ওরা কষে গাঁজা খান,
মরে মরুক গাজা বাসি
বাঁচে যেনো আপনা প্রাণ।
দে'রে তালি খুব জোর
গাজায় কী আর রয় মানুষ,
ওরা তো মুসলিম,তাই
মরলে ওরা সবাই খুশ।