গাঁয়ের নদী চঞ্চল অতি ছুটে নিজের মতো,
ভ্রুক্ষেপ নেই'তো ডুবলো কেবা কার হৃদয়ে ক্ষত;
যায় ভেসে যায় কার বুকের ধন,
চায় না দ্যাখতে সেই ব্যথীর মন,
ভাঙলো কার হৃদ জানলো না সে তার জনমের গত;
নিজ খেয়ালেই ছুটছে সদাই শুধুই নিজের মতো।
গাঁয়ের নদী দুর্বার গতি হয় না কভু নত,
পাষাণ প্রাণে ভাসায় দু'কূল তাতেই রয় আসক্ত;
ডুবলো যে হায় তাজা প্রাণ আর,
যায় তলিয়ে ফসল যে কার,
নির্দয় প্রাণেই রাখছে যে তার চলন অবিরত;
নিজ খেয়ালেই ছুটছে সদাই শুধুই নিজের মতো।